চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মো. মামুন গাজী (৩২) নামে যুবককে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা পরিচয় দেওয়া ফজলু নামে আরেক যুবক জনতার মারধরে পালিয়ে যান। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের তরপুরচন্ডি এলাকায় পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। 

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মো. মামুন গাজী (৩২) নামে যুবককে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা ছাত্রদল নেতা পরিচয় দেওয়া ফজলু নামে আরেক যুবক জনতার মারধরে পালিয়ে যান। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের তরপুরচন্ডি এলাকায় পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। 

আটক মামুন শহরের চেয়ারম্যানঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। মারধর খেয়ে পালিয়ে যাওয়া ফজলু একই এলাকার। তবে তার বাবার নাম জানা যায়নি।

পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক মো. ফারুক হোসেন বলেন, সকাল থেকে আমরা পাসপোর্ট সেবা প্রার্থীদের কাজ করছিলাম। ওই সময় আটক মামুন আরও দুইজনসহ অফিসের নীচ তলায় মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিল এবং মামুন উচ্চ স্বরে বলতে থাকে এখানে আমাদেরকে এতদিন ঢুকতে দেওয়া হয়নি। এখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং সেই টাকা দাবি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।

তিনি আরও বলেন, একপর্যায়ে আমি তাকে দ্বিতীয় তলায় একটি কক্ষে এনে জিজ্ঞাসা করলাম তোমার সমস্যা কী? কোনো কাজ থাকলে বলো। সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তাদের সঙ্গের একজন ফোন করে বুঝাচ্ছে তিনি জেলা বিএনপির সভাপতিকে ফোন দিচ্ছেন। আসলে সঠিক নয়। এই সময়ের মধ্যে তাদের একজন বলে এই উনিতে তোমাদের ভিডিও করছে। এই কথা বলে আমার হাতে থাকা মূল্যবান ডিজিটাল ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মামুনকে আটকে রাখা হয়।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. ইউসুফ বলেন, অফিসে উচ্চস্বরে কথাবার্তা শুনে আমি গিয়ে দেখি আটক মামুনসহ তিনজন। তারা অফিসের পুরো শৃঙ্খলা নষ্ট করে ফেলেছে। তার কাছে আমি জানতে চাই কার বিরুদ্ধে অভিযোগ আমাকে বলেন, আমি ব্যবস্থা নিব। সে বলতে পারে না। পরে ছাত্রদল ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে আমার কক্ষে রাখা হয়। তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি। দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তার কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমি প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তাকে বলেছি আমার দলে হবে আগে শুদ্ধি অভিযান। আমার নাম বলেও কেউ পার পাবে না। আমাকে তথ্য দেবেন। দুষ্কৃতকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

আনোয়ারুল হক/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *