গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সন্ধ্যা ৬টার দিকে চান্দনা চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা চোর সন্দেহে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
ওসি আরও বলেন, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব খান/এমজেইউ