ক্রীড়াঙ্গনে উপদেষ্টার কড়া বার্তা

ক্রীড়াঙ্গনে উপদেষ্টার কড়া বার্তা

মন্ত্রী-এমপির ছবি ব্যবহার করে ব্যানার-ফেস্টুন তৈরি বাংলাদেশের এক চিরাচরিত অপসংস্কৃতি। ব্যক্তি তোষণের মধ্য দিয়ে স্বার্থ চরিতার্থ করাই মূল লক্ষ্য। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়াঙ্গনকে। 

মন্ত্রী-এমপির ছবি ব্যবহার করে ব্যানার-ফেস্টুন তৈরি বাংলাদেশের এক চিরাচরিত অপসংস্কৃতি। ব্যক্তি তোষণের মধ্য দিয়ে স্বার্থ চরিতার্থ করাই মূল লক্ষ্য। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়াঙ্গনকে। 

চলমান বন্যায় সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ক্রীড়া ভিত্তিক একটি গ্রুপে বিজ্ঞপ্তি ও ছবিও দিয়েছিলেন। সেই ব্যানারে যুব ও ক্রীড়া উপদেষ্টার বড় ছবি ছিল। বিভিন্ন মাধ্যম হয়ে বিষয়টি চোখে পড়ে ক্রীড়া উপদেষ্টার।

এরই পরিপ্রেক্ষিতে ব্যক্তিপূজা না করার জন্য অনুরোধ জানিয়ে শনিবার মধ্যরাতে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাক্টিস বন্ধ করুন।’

বয়সে তরুণ হলেও অত্যন্ত বিজ্ঞের আচরণ করেছেন আসিফ মাহমুদ। অন্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও তোষণের নীতি ঠিকই ধরতে পেরেছেন। ক্রীড়াঙ্গনে গত এক দশকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তোষণ হয়েছে একচেটিয়া। ক্রিকেটের উন্নতি না হলেও পাপনকে জবাবদিহিতা না করে উল্টো স্তুতি গেয়েছেন অনেক পরিচালক ও কাউন্সিলর। পাপনের মতো অন্য অনেক ফেডারেশনের সভাপতি-সেক্রেটারি পদে থাকা ব্যক্তিদের তোষণ করে চলে অন্যরা। সেই সভাপতি-সেক্রেটারি আবার নিজেদের পদ টিকিয়ে রাখতে অন্যদের তোষণ করেন।

এজেড/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *