সরকার পতনের পর ঢাকার জেলা প্রশাসন কার্যালয় পুরোপুরি ফাঁকা অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্য কর্মকর্তা কেউ কার্যালয়ে উপস্থিত হননি। অনেক সেবাপ্রত্যাশী সেবা নিতে এসেও ফিরে যাচ্ছেন।
সরকার পতনের পর ঢাকার জেলা প্রশাসন কার্যালয় পুরোপুরি ফাঁকা অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্য কর্মকর্তা কেউ কার্যালয়ে উপস্থিত হননি। অনেক সেবাপ্রত্যাশী সেবা নিতে এসেও ফিরে যাচ্ছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সেবাপ্রত্যাশী কেরানীগঞ্জের জাহাঙ্গীর আলম বলেন, পর্চা তুলতে আসছিলাম। কিন্তু এসে কাউকে দেখছি না। সবকিছু তালা দেওয়া রয়েছে।
যাত্রাবাড়ী থেকে সেবা নিতে আসা শরীফুল ইসলাম বলেন, জমাজমি নিয়ে দেওয়ানি মামলায় আজকে হাজিরা ছিল। কিন্তু এসে দেখি আদালত তালা দে্রয়া। তাই এখন ফিরে যাচ্ছি।
নিরাপত্তা দায়িত্বে থাকা এক কর্মচারী বলেন, স্যারেরা আজ কেউ অফিসে আসেননি। কেন আসেনি জানা নেই। আমি একাই অফিসে আছি।
এনআর/জেডএস