কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জবিতে দোয়া-মিলাদ মাহফিল

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জবিতে দোয়া-মিলাদ মাহফিল

সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্যে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গতকাল (সোমবার) আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের অবদান আমরা কখনও ভুলবো না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

এর আগে এদিন সকাল ১০টায় দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি ও করনীয় বিষয়ে জবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দী‌ন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে জয়লাভের পর বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ধ্বংসাত্মক সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে ঐক্য ও সংহতি ধরে রাখার আহ্বান জানানো হয়। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সার্বিক নিরাপত্তা ও সম্মান রক্ষার ক্ষেত্রে সাদা দলের প্রত্যেক সদস্যকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এমএল/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *