চলমান প্যারিস অলিম্পিকে মাদককাণ্ডে জড়ালেন টম ক্রেগ। গতকাল বুধবার (৭ আগস্ট) নিষিদ্ধ মাদক কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের এই সদস্য। মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুই জনই প্যারিস পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।
চলমান প্যারিস অলিম্পিকে মাদককাণ্ডে জড়ালেন টম ক্রেগ। গতকাল বুধবার (৭ আগস্ট) নিষিদ্ধ মাদক কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের এই সদস্য। মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুই জনই প্যারিস পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।
টোকিয়ো অলিম্পিকের পুরুষদের হকিতে রূপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্যারিসে তারা সেমিফাইনালেও উঠতে পারেনি। সেই হতাশা আরও বাড়িয়ে দিলেন ক্রেগ। নিষিদ্ধ কোকেন কেনার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে সেন্ট্রাল প্যারিস পুলিশ।
প্যারিস পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একটি আবাসনের নিচে নিষিদ্ধ মাদক বিক্রি করছিল এক যুবক। তার কাছে কোকেনসহ বিভিন্ন রকমের নিষিদ্ধ মাদক ছিল। প্রায় ৭৫টি কাগজের মোড়ক পাওয়া গিয়েছে। সিন্থেটিক ড্রাগও পাওয়া গিয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ সেই যুবকের কাছ থেকে ১ গ্রাম কোকেন কিনতে যান ক্রেগ। সে সময় দু’জনকে হাতেনাতে ধরা হয়েছে।’
মাদক বিক্রেতার বয়স ১৭ আর অস্ট্রেলিয়ার হকি মিডফিল্ডারের বয়স ২৯। তাই নাবালকের কাছ থেকে নিষিদ্ধ মাদক কেনার অভিযোগও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ঘটনার সত্যতা স্বীকার করেছে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটিও (এওসি)।
এইচজেএস