কুয়েটকে অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই প্রধান উদ্দেশ্য

কুয়েটকে অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই প্রধান উদ্দেশ্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেছেন, কুয়েটকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যা যা করার তা আমি করতে কোনোভাবেই পিছ পা হব না।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেছেন, কুয়েটকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যা যা করার তা আমি করতে কোনোভাবেই পিছ পা হব না।

পৃথিবীতে আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না উল্লেখ করে নবনিযুক্ত ভিসি বলেন, এতদিন কুয়েটে যত ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে তা কেবল বন্ধ করা হবে না, অবশ্যই তার বিচার করা হবে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আন্দোলনে আহত হয়েছেন ও চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বক্তৃতা শুরু করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে এই অঞ্চলের সাংবাদিকদের ভূমিকা ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কুয়েটের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার তুলে ধরেন এবং কুয়েটকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিত কামনা করেন।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভুঞা। এরপর সাংবাদিকগণের সঙ্গে ভাইস-চ্যান্সেলররের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয়পর্ব শেষে উপস্থিত সাংবাদিকরা প্রাণবন্ত আলোচনা করেন এবং বিগত আমলের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম তুলে ধরে ন্যায়বিচার ও শান্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *