ওটিটির পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর’

ওটিটির পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর’

ওটিটির পর এবার বড়পর্দায় আসছে ‘মির্জাপুর’। সিরিজটির তৃতীয় কিস্তি ওটিটিতে মুক্তির পরেই নির্মাতারা এমন ঘোষণা করলেন। সোমবার সামাজিক মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, দর্শকদের জনপ্রিয়তার বিবেচনায় ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ আসতে চলেছে।

ওটিটির পর এবার বড়পর্দায় আসছে ‘মির্জাপুর’। সিরিজটির তৃতীয় কিস্তি ওটিটিতে মুক্তির পরেই নির্মাতারা এমন ঘোষণা করলেন। সোমবার সামাজিক মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, দর্শকদের জনপ্রিয়তার বিবেচনায় ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ আসতে চলেছে।

ভারতীয় গণমাধ্যমে খবর, সম্প্রতি ছবিটি নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সিনেমাটির মুখ্য ভূমিকায় থাকবে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, অভিষেক ব্যানার্জি ও দিব্যেন্দু। অর্থাৎ মুখ নিয়ে ওটিটি সংস্করণের তুলনায় কোনো রদবদল থাকছে না। তবে সিনেমায় ফিরছেন মুন্না ত্রিপাঠি ওরফে দিব্যেন্দু। 

এই সিনেমা নিয়ে দিব্যেন্দু বলছেন, ‘আমি হিন্দি ছবির হিরো। আমি বিশ্বাস করি, হিন্দি ছবি সবচেয়ে বেশি উপভোগ করা যায় সিনেমা হলেই। আমি মনে করিয়ে দিতে চাই, আমি অমর।’

ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিং। চিত্রনাট্য লিখেছেন, পুনীত কৃষ্ণ। তবে ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। থাকছেন কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত ও মুন্নারাও।

সিনেমাহলে মুক্তির পাশাপাশি, এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহ পরে ২৪০টি দেশের মানুষ অ্যামাজন প্রাইমের মাধ্যমে দেখতে পাবে এই ছবি। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা-র প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। 

মির্জাপুরের প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালের নভেম্বর মাসে। এই সিজনের দ্বিতীয় সিরিজ মুক্তি পেয়েছিল, ২০২০ সালের ডিসেম্বর মাসে। তৃতীয় সিজন মুক্তি পেয়েছে চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে।

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *