এমন কারো কাছে ক্ষমতা যাক, যার ভেতরে শিক্ষা আছে

এমন কারো কাছে ক্ষমতা যাক, যার ভেতরে শিক্ষা আছে

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ সময় বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল পেশার সাধারণ মানুষ। 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ সময় বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল পেশার সাধারণ মানুষ। 

ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন দেশের তারকা থেকে শুরু করে সাধারণ জনগণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। 

তিনি পোস্টে লিখেছেন, ‘এমন কারো কাছে ক্ষমতা যাক, যার ভেতরে শিক্ষা আছে, মানবতা আছে, বিবেক আছে, স্রষ্টার প্রতি বিশ্বাস আছে এবং অবশ্যই যিনি অহংকারী নয়। আর যেই ক্ষমতায় আসেন দয়া করে ভুলবেন না “অহংকার পতনের মূল”।

সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা একাত্মতা প্রকাশ করেছেন। আবির নামে একজন ভক্ত লিখেছেন, ‘দেশটা এখন খুব ভালোভাবে চলবে ইনশাল্লাহ সব আমরা দেশের জন্য দোয়া করব দেশের মানুষের জন্য দোয়া করব বলেছিলাম দেশের জয় হবেই।’

ইলহাম খান নামে আরেকজনের ভাষ্য, ‘হে আল্লাহ তুমি আমাদের দেশের সবার নিরাপত্তার জন্য যাকে সব থেকে বেশি উত্তম মনে করো তাকেই এদেশের প্রধানমন্ত্রী হওয়ার তাওফিক দাও, আমিন।’

এদিকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত ‘বালুখেকো’ খ্যাত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা। 

এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়। তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হোন সেলিম খান ও তার ছেলে শান্ত খান।

এমআইকে/

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *