আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোয় পদ হারালেন ক্রিকেটার বীথি

আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোয় পদ হারালেন ক্রিকেটার বীথি

কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন ক্রিকেট সংগঠক ও প্রশিক্ষক আরিফা জাহান বীথি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পানি-বিস্কুট দিয়ে শিক্ষার্থীদের পাশেও ছিলেন। এ কারণে রংপুর বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আরিফা জাহান বীথিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন ক্রিকেট সংগঠক ও প্রশিক্ষক আরিফা জাহান বীথি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পানি-বিস্কুট দিয়ে শিক্ষার্থীদের পাশেও ছিলেন। এ কারণে রংপুর বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আরিফা জাহান বীথিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, বিসিবির পরিচালক এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের নির্দেশে ক্রিকেট দলের ম্যানেজার পদ থেকে বীথিকে অব্যাহতি দেওয়ায় রংপুরে সমালোচনার ঝড় বইছে।

বুধবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তাকে বরখাস্ত করার বিষয়টি তুলে ধরেন আরিফা জাহান বীথি। সেখানে তিনি লিখেছেন, ‘আবু সাঈদ ভাইয়ের পরিবার ও ছাত্রদের পানি-বিস্কুট দিয়ে পাশে ছিলাম বলে আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ জিজ্ঞাস করার সময় আমাকে এসব বলেছিল। ক্রিকেট আমার ২য় পরিবার।’

আরিফা জাহান বীথি একজন মানবিক মানুষ। যার বিরল ভালোবাসায় ভালো আছেন নিদারুণ কষ্টে থাকা নানা শ্রেণিপেশার অসহায় মানুষ। অভাবি পরিবারের শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোসহ তার হাত ধরে অনেকেই পেয়েছেন পথের দিশা। করোনাকালে মানুষ যখন ঘরবন্দি, বীথি তখন ভয়কে পেছনে ফেলে তার সাধ্য অনুযায়ী খাবার হাতে নিয়ে ঘুরে বেরিয়েছেন রংপুর নগরীর পাড়ায় পাড়ায়। একটিমাত্র ফোন কলেই বিনামূল্যে পৌঁছে গেছে রংপুরের গর্ভবতী মায়েদের ঘরে খাবার। তার এমন উদ্যোগ সে সময় রংপুরে ব্যাপক সাড়া ফেলে।

বীথি একজন নারী ক্রিকেটার। ইনজুরির কারণে দুর্ভাগ্যজনকভাবে ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি তার। রংপুর বিভাগীয় দলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। তাছাড়া ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কলাবাগান ও রায়েরবাজার দলে একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন বীথি। তবে খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। নিজ জেলা রংপুরে বীথি গড়েছেন নারীদের জন্য দেশের প্রথম ক্রিকেট একাডেমি। ‘ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি’ নামের সেই নারী ক্রিকেটার গড়ার কারখানার পরিচালকও তিনি।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে বীথি বলেন, আবু সাঈদ ভাইয়ের পরিবার ও ছাত্রদের পানি-বিস্কুট দিয়ে পাশে ছিলাম বলে আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ জিজ্ঞাস করার সময় আমাকে এইসব বলেছিল। 

বীথি জানান, ১৬ জুলাই আবু সাঈদ নিহত হলে পরদিন তিনি তার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানানোর জন্য যান। এই অপরাধে তাকে ক্রিকেট দলের ম্যানেজার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গত ১৮ জুলাই রাতে বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব শামসুজ্জামান ফোনে তাকে অব্যহতির বিষয়টি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব শামসুজ্জামান বলেন, আমার কোনো দোষ নেই। আমি শুধু আমার কর্তৃপক্ষের (অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম) নির্দেশ পালন করেছি। তবে এখন আর সমস্যা হবে না। ক্রিকেট দলের ম্যানেজার বীথির বিষয়টি সমাধান করা হবে আশা করছি।

এ অভিযোগের ব্যাপারে জানতে আওয়ামী লীগ নেতা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *