বরিশালের কাজিরহাট ভাষাণচর-কদমতলীতে নবনির্মিত শেখ হাসিনা সেতুর নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘শহীদ’ মারুফ হোসাইনের নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের কাজিরহাট ভাষাণচর-কদমতলীতে নবনির্মিত শেখ হাসিনা সেতুর নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘শহীদ’ মারুফ হোসাইনের নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে সেতু এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকার মেরুল বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির পাশে ১৯ জুলাই সন্ধ্যা ছয়টায় পুলিশের গুলিতে মারুফ হোসাইন নিহত হন। তার গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের হেসামদ্দি গ্রামে। মারুফ হোসাইন কাজিরহাট একতা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একটি দেশকে স্বৈরাচারমুক্ত করতে মারুফ জীবন দিয়েছে। মারুফ প্রকৃত দেশপ্রেমিক। স্বৈরাচারের নামে সেতু থাকার কোনো প্রয়োজন নেই। আমরা চাই নবনির্মিত এই সেতুটি শহীদ মারুফের নামে নামকরণ করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, শহীদ মারুফের বাবা ইদ্রিস বক্স মাহবুব আলম সহ পাঁচ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা।
সৈয়দ মেহেদী হাসান/জেডএস