শেয়ারবাজারের লেনদেন স্বাভাবিক ধারায় ফেরাতে সর্বনিম্ন সীমা ৩ শতাংশ প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ারবাজারের লেনদেন স্বাভাবিক ধারায় ফেরাতে সর্বনিম্ন সীমা ৩ শতাংশ প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ২০২১ সালের ১৭ জুন জারি করা নির্দেশনা বহাল হবে। অর্থাৎ আজ থেকে শেয়ারদর ওঠানামার ক্ষেত্রে একই রকম নিয়ম কার্যকর হবে।
এর আগে, বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৯১৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে কোম্পানির শেয়ারের মূল্য ২০০ টাকার মধ্যে থাকলে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে। শেয়ারের মূল্য ২০০ টাকার ওপর থেকে ৫০০ টাকা পর্যন্ত ৮.৭৫ শতাংশ, ৫০০ টাকার ওপর থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত ৭.৫০ শতাংশ, মূল্য ১০০০ টাকার ওপর থেকে ২০০০ টাকা পর্যন্ত ৬.২৫ শতাংশ, ২০০০ টাকার ওপর থেকে ৫০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং মূল্য ৫০০০ টাকার বেশি হলে ৩.৭৫ শতাংশ বাড়তে বা কমতে পারে।
জেডএস