অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেটে স্থায়ী বোলিং কোচ 

অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেটে স্থায়ী বোলিং কোচ 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই প্রথমবার নিউজিল্যান্ডের কোচের ভূমিকায় এসেছিলেন জ্যাকব ওরাম। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকেই দেখা গিয়েছিল। ফাস্ট মিডিয়াম পেস বোলারকে এতদিন রাখা হয়েছিল অস্থায়ী ভিত্তিতে। এবার তাকেই চূড়ান্ত করলো নিউজিল্যান্ড ক্রিকেট। সাবেক বোলিং কোচ শেন জার্গেনসনের শূন্য পদে বসবেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই প্রথমবার নিউজিল্যান্ডের কোচের ভূমিকায় এসেছিলেন জ্যাকব ওরাম। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকেই দেখা গিয়েছিল। ফাস্ট মিডিয়াম পেস বোলারকে এতদিন রাখা হয়েছিল অস্থায়ী ভিত্তিতে। এবার তাকেই চূড়ান্ত করলো নিউজিল্যান্ড ক্রিকেট। সাবেক বোলিং কোচ শেন জার্গেনসনের শূন্য পদে বসবেন তিনি। 

ওরামকে অবশ্য দায়িত্ব নিয়েই কিছুটা বড় চ্যালেঞ্জের উখে পড়তে হবে। দলের দীর্ঘদিনের দুই নির্ভরযোগ্য তারকা টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে আছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে বোল্ট বেশ অনেকদিন আগে থেকেই নেই কেন্দ্রীয় চুক্তিতে। এমন অবস্থায় বেন সিয়ার্স, উইল ও’ রুকিদের মতো তরুণদের নিয়ে কাজ করতে হবে জ্যাকব ওরামকে। 

নিজের দেশের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই অলরাউন্ডার, ‘ব্ল্যাকক্যাপসদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই দলের সঙ্গে আবার যুক্ত হতে পারা আমার কাছে বিশেষ কিছু আর আমার জীবনের জন্য সত্যিকারের এক সম্মান।’ 

জ্যাকব ওরাম নিজেও জানেন, তার সামনে বিশেষ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেটার জন্য যর্থার্থ প্রস্তুতিও আছে তার, ‘ব্ল্যাকক্যাপসদের বোলিংয়ে নতুন প্রতিভাদের একটা প্রজন্ম উঠে আসছে। আমি আশা করি, আমার জ্ঞান আর অভিজ্ঞতা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে।’ 

২০১৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচ হিসেবে জ্যাকব ওরামের কোচিং ক্যারিয়ারের শুরু হয়। এরপর নিউজিল্যান্ডের নারী দলের সঙ্গেও কাজ করেছেন। দেশটির ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল হিন্ডসের কোচ হিসেবে গিয়েছেন সুপার স্ম্যাশের ফাইনাল পর্যন্ত। এমআই কেপটাউনের হয়ে এসএ-২০ টুর্নামেন্টেও কোচিং করিয়েছেন নিউজিল্যান্ডের এই সাবেক পেসার। 

ওরামের মূল দায়িত্ব শুরু হবে অক্টোবরের ৭ তারিখ থেকে। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে কাজ শুরু করবেন তিনি। 

জেএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *